Blog Details

মায়োপিয়া : ল্যাসিক।

মায়োপিয়া : ল্যাসিক।

  • 28 Jan 2023
  • Lasik/ Icl/Ipcl.

মায়োপিয়া : ল্যাসিক।

দূরন্ত ও উড়নচণ্ডী স্বভাবের কিশোরী প্রিয়ন্তী। সারাদিন ছুঁটে বেড়াতে কোন ক্লান্তি নেই তার। সে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে। সেই সুবাদে বন্ধুদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য তার মন আকু-পাকু করে। তেমনি একবার ভ্রমণের উদ্দেশ্যে বন্ধুদের সাথে সাজেকে ঘুরতে যায়। খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে ওঠার পর আরোও ব্যাকুল হয়ে ওঠে আর ভ্রমনপিয়াসু মন। কংলাক পাহাড়ে ওঠার প্রতিটা মুহূর্তে তার আনন্দ আরও বেড়ে যাচ্ছিল সাজেকের অপরূপ সৌন্দর্য উপভোগের জন্য। তবে তখন বাধলো এক বিপত্তি!!! লক্ষ্য করল কিছুটা দূরের জিনিস ঠিকভাবে দেখতে পারছে না। অনেকটা ঝাপসা লাগছে। প্রথম প্রথম তার মনে হচ্ছিল মেঘ বা কুয়াশার জন্য দেখতে পারছে না। বেশ কিছুক্ষণ চোখ রগরানোর পর দেখলো এখনো একই রকম। পরে তার মনে পড়ল গত কিছুদিন ধরে সে এরকম ঝাপসা দেখছে গুরুত্ব দেয়নি। তবে আজকে বুঝতে পারল তার চোখে কিছু সমস্যা হয়েছ, যার জন্য এরকম দেখছে। প্রিয়ন্তীর মনটাই খারাপ হয়ে গেল এ কথা ভেবেযে, সে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবে না যেমনটা সে ভেবেছিল। এজন্য সে সিদ্ধান্ত নিলো ঢাকা ফিরে একজন চোখের ডাক্তারের কাছে যাবে। আসার আগ পর্যন্ত তার মন খুব খারাপ ছিলো। ঢাকায় ফিরে দেরি না করে পরের দিনই চক্ষু বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিল। চিকিৎসক চোখ দেখে কিছু টেস্ট দিল। দেখা গেল তার দূরদৃষ্টির সমস্যা রয়েছে যার জন্য এরকম দেখতে পেত, চোখে ব্যথা হত। তার পাওয়ার লাগবে -5.25। এরকম অবস্থায় জানতে চাইলো চশমা না পড়েও চোখে স্পষ্ট দেখার কোনো উপায় আছে কি না। ডক্টর একটু হেসে বলল তাহলে তো প্রিয়ন্তীর ল্যাসিক করতে হবে!! ল্যাসিক কি জানতে চাইলে তাকে বুঝিয়ে বলল ল্যাসিক এমন এক অপারেশন যার মাধ্যমে চশমা ছাড়াই সাধারণ চোখের মতো সব পরিষ্কার দেখা যায়। দেরি না করে এক সপ্তাহের মধ্যে ল্যাসিক করিয়ে নিলো। এখন প্রিয়ন্তী অনেক খুশি কারণ সেসব পরিষ্কার দেখতে পাচ্ছে আর ঝাপসা লাগছে না। এখন তার ট্যুরে গিয়ে তাকে ঝাপসা দেখতে হবে না, আগের মতোই সব সুন্দরভাবে উপভোগ করতে পারবে এটা ভেবে এসে খুশিতে আটখানা।
 

About Author

Comments

  • No Comment

Leave Comment

//