Blog Details

গ্লুকোমা কী?

গ্লুকোমা কী?

  • 20 Apr 2022
  • Glucoma

[  ] গ্লুকোমা কী?
গ্লুকোমা হলো চোখের প্রেশার।অনেকেই এই সমস্যায় ভোগেন। আসলে এটি এরকম রোগ যেখানে চোখের প্রেশার বেশি থাকে,এই প্রেশারের সঙ্গে ধীরে ধীরে চোখের অপটিক নার্ভ আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। রোগীে এক সময়ে চিরতরে অন্ধ হয়ে যায়। যেহেতু গ্লুকোমা রোগে রোগী তেমন কোনো লক্ষণ রোগী বুঝতে পারে না, এ জন্য এটা বেশি ভয়ংকর। অধিকাংশ ক্ষেত্রে চোখের অভ্যন্তরীণ উচ্চচাপ এর জন্য দায়ী। 
 
         'ভিশন আই হসপিটাল - চোখের ভাষা বোঝে'

About Author

Comments

  • No Comment

Leave Comment