Blog Details

বন্যায় পানিবাহিত রোগ ও সচেতনতা।

বন্যায় পানিবাহিত রোগ ও সচেতনতা।

  • 25 Jun 2022
  • Eye care

বন্যায় পানিবাহিত রোগ ও সচেতনতাঃ

সিলেট,সুনামগজ্ঞ, কুড়িগ্রামসহ দেশের বেশ কিছু জেলায় বন্যার কারণে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ভয়াবহ অবস্থা ধারন করেছে। এ কারণে ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ নানা রোগ সৃষ্টি হচ্ছে। পানি যখন নেমে যায়, তখন এসব রোগবালাই বেশি দেখা দেয়। এ সময় সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে এ স্বাস্থ্যসমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। যখন পানি থাকে তখন পানিপ্রবাহের কারণে জীবাণুর আক্রমণ ঘটতে পারে না।

বর্তমানে বন্যা কবলিত এলাকা গুলোতে কোমর,গলা, কোথাও ঘর বাড়ি ডুবে গেছে পানিতে।এসব জায়গায় তাই  পয়োবর্জ্য, ড্রেন এবং ওই এলাকার বিভিন্ন ময়লা-আবর্জনা মিলে পানি দূষিত হয়ে পড়েছে। লোকজন এমতাবস্থায়  বিশুদ্ধ পানির অভাবে   যখন এই নোংরা পানি পান করছে তখনই রোগ হচ্ছে।একই সঙ্গে সব মানুষ রোগে আক্রান্ত হয় না। ব্যক্তির রোগ প্রতিরোধক্ষমতা কতটুকু, তার শরীরে কতগুলো জীবাণু প্রবেশ করল এবং সে কী ধরনের পরিবেশে থাকে, রোগ হওয়ার হার—এসবের ওপর নির্ভর করে।
এই বন্যার প্রাদুর্ভাবে বিভিন্ন রোগ যেমন দেখা দিচ্ছে বা দেখা যাবে তার মধ্যে চোখর রোগ  অন্যতম।চোখের নানান সমস্যার মধ্যে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা দেয় কনজাঙ্কটিভাইটিসের। এটি প্রথমে এক চোখে হয়। পরে অন্য চোখকেও আক্রান্ত করে।  

এ রোগ অত্যন্ত ছোঁয়াচে। আক্রান্ত ব্যক্তির কাছাকাছি যাঁরা থাকেন, তাঁরাও এতে আক্রান্ত হন। এ জন্য একটু সতর্ক হওয়া দরকার।

লক্ষণঃ

• চোখে লাল হয়ে যাওয়া।

•চোখে এবং চোখের পাতায় ময়লা বা কেতুর জমা।

• চোখে ব্যথা বা খচখচ করা।

• চোখ থেকে পানি পড়া।

• চোখের নিচের অংশ ফুলে যাওয়া।

• চোখ জ্বালা করা ও চুলকানি।

• আলোয় কষ্ট হওয়া।

চিকিৎসাঃ


• চোখ ও এর চারপাশ পরিষ্কার রাখতে হবে।

• নখ বা হাত দিয়ে চোখ চুলকাবেন না।

• ময়লা জমলে টিস্যু পেপার বা পাতলা নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নিন।


★এসময়ে কাছে মক্সিফ্লক্সাছিন বা ক্লোরাম ফেনিকল আই ড্রপ কাছে রাখা যেতে পারে। তবে ব্যবহার এর পূর্বে অবশ্যই চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নিতে হবে।

প্রতিরোধঃ

•চোখ বা মুখ ধোয়ার সময় অবশ্যই পরিষ্কার পানি ব্যবহার করতে হবে।

• সব সময় হাত-পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখার চেষ্টা করুন।

• রাস্তায় নোংরা পানির সংস্পর্শে এলে বাড়ি ফিরেই হাত–পা ধুয়ে ফেলবেন।

• চোখ ভেজা থাকলে টিস্যু পেপার দিয়ে মুছে নিন এবং টিস্যু পেপারটি অবশ্যই ময়লার ঝুড়িতে ফেলবেন। নইলে এ টিস্যু পেপার থেকে সংক্রমণ ঘটতে পারে।

• রোদ চশমা বা চশমার ব্যবহার ভালো। এতে চোখে ভুলবশত হাত লেগে যাওয়া এবং ধুলা ও ধোঁয়া থেকে বাঁচা যায়।

• নিজের ব্যবহার করা প্রসাধনসামগ্রী অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না।

• নিজেও অন্যের ব্যবহৃত তোয়ালে, রুমাল, বালিশ, চাদর, প্রসাধনী ব্যবহার করবেন না।

• চোখ ঘষে চুলকানো যাবে না।

সতর্কতাঃ

• অন্যের কথা শুনে আইড্রপ ব্যবহার করা উচিত হবে না। এতে হিতে বিপরীত হতে পারে।

• চিকিৎসকের পরামর্শ নেবেন।

'ভিশন আই হসপিটাল - চোখের ভাষা বোঝে'

𝐕𝐢𝐬𝐢𝐨𝐧 𝐄𝐲𝐞  𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥
📞 𝐀𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐦𝐞𝐧𝐭&&☎️𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞:09610244123
www.visioneyebd.org
https://www.pinterest.com/visioneyebd/
https://twitter.com/visioneyebd 
infovisioneyebd@gmail.com

 

 

About Author

Comments

  • No Comment

Leave Comment

//