Blog Details

বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শনুযায়ী চিকিৎসায় দ্রুত সুস্থতা লাভ সম্ভব!!

বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শনুযায়ী চিকিৎসায় দ্রুত সুস্থতা লাভ সম্ভব!!

  • 26 Dec 2022
  • VITREO RETINAL SERVICES

চোখের ভেতর কালো ছায়া:(ফ্লোটারস)

চোখের ফ্লোটারস হলো দৃষ্টিতে স্পট বা দাগ যার রং সাধারণত কালো বা ধূসর হয়ে থাকে। এ সমস্যায় স্পট জট,লম্বা সুতা জালের মতো দৃষ্টির সামনে আসে আবার তা চোখের নাড়াচাড়ার সাথে সাথে নড়তে থাকে।  উজ্জ্বল আলোতে এগুলো বেশী স্পষ্ট দেখা যায়। সাধারণত বেশি বয়সে এটা এমনিতেই হওয়ার সম্ভবনা থাকে। প্রথম অবস্থাতে এটি রোগীকে খুব চিন্তায় ফেলে দেয়।
কিছু গবেষণায় দেখা গেছে, যদি ফ্লোটারস না বাড়ে তবে ৬ মাসের মধ্যে কমে যায় এবং রোগী এভাবে অভ্যস্ত হয়ে যায়।

উপসর্গগুলো ঠিক চোখের ভিতরের জেলির মতো অংশ যা বয়সের সাথে তরল হতে থাকে তখন এর সূচনা হয়। বেশি বয়সেও এটা হতে পারেএবং সাধারণত এতে কোনো সমস্যা নেই তবে কিছুটা বিরক্তিকর। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ সুনিয়ন্ত্রণে রাখবেন। যদি কখনো এই স্পটগুলো সংখ্যায় বা আয়তনে হঠাৎ করে বেড়ে যায়,এর সাথে যদি জোনাকি পোকার মতো আলোর বিচ্ছুরণ হতে দেখেন বা দৃষ্টির পরিধি ডান বা বাম পার্শ্বে কমে যায় তবে সাথে সাথে বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিবেন। চোখে রক্তক্ষরণ, রেটিনা ফুটো হওয়া বা রেটিনার নিচে পানি জমা,রেটিনার প্রদাহের জন্যও এটা হতে পারে। এজন্য বিশেষ পরীক্ষা-নিরীক্ষা করে রোগ নির্ণয় করে দ্রুত চিকিৎসা নেওয়ার প্রয়োজন হতে পারে। যাদের বয়স পঞ্চাশের বেশি মায়োপিয়া আছে, চোখে আঘাতের ইতিহাস আছে, পূর্বে ছানি অপারেশনের সময় কোন জটিলতা হয়েছিল, ডায়াবেটিস রেটিনোপ্যাথি রোগী ও চোখের প্রদাহ আছে এমন রোগীদের সতর্ক থাকতে হবে।

চোখের পরীক্ষা-নিরীক্ষা করার পর চশমা বদল করা হয়। চশমার কাঁচ যদি ফটোসান হয় তবে উজ্জ্বল আলোতে ফ্লোটারস কম দেখা যাবে বা দেখাই যাবে না। উপসর্গ বাড়তে থাকলে বা হঠাৎ বেড়ে গেলে, বৃষ্টি শক্তি কোন স্বল্পতা হলে, অতিসত্বর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।রেটিনা বিশেষজ্ঞ এর যথাযথ চিকিৎসা প্রদান করবেন।


'ভিশন আই হসপিটাল - চোখের ভাষা বোঝে'

𝐕𝐢𝐬𝐢𝐨𝐧 𝐄𝐲𝐞  𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥
📞 𝐀𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐦𝐞𝐧𝐭&&☎️𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞:09610244123.
https://twitter.com/visioneyebd 
infovisioneyebd@gmail.com

#eyes #eyehealth #eyetips #eyehospital #visioneyehospital #eyecaretips #eyeproblem #eyesolution #healthyeyes #eyedoctor #eyespecialist #eyesurgeon #eyesurgery #eyetreatmentserummsglow #eyetreatment #glaucomaspecialist #retinaspecialist #CorneaSpecialist

 

 

About Author

Comments

Leave Comment

//