Blog Details

ট্যারা চোখ/ স্কুইন্ট/ স্ট্রাবিসম্যাস।

ট্যারা চোখ/ স্কুইন্ট/ স্ট্রাবিসম্যাস।

  • 16 Jan 2024
  • ORBIT, OCULOPLASTY AND ONCOLOGY

ট্যারা চোখ । কেউ বলেন ট্যাগরা। ইংরেজিতে স্কুইন্ট আর ডাক্তারি ভাষায় স্ট্রাবিসম্যাস। এটা  একইসঙ্গে শারীরিক এবং সামাজিক সমস্যা। 
চোখ ট্যারা / বাঁকা  থাকলে মুখের অভিব্যক্তি পরিবর্তন হয়ে যায়। ট্যারা চোখওয়ালা মানুষ কার দিকে তাকিয়ে কথা বলছেন যিনি  সামনে থাকেন তিনি বুঝতে পারেন না। তাই সামাজিকতা, কথোপকথন কিংবা পাবলিক স্পিকিং সব জায়গাতেই সমস্যা হয়। 
এতো গেল বাইরের কথা। এছাড়া টেকনিক্যাল অসুবিধা আছে। আপনার যদি দুটি চোখই সমান তালে টেরা থাকে, তাহলে আপনি অল্টারনেটলি এক চোখ দিয়ে দেখেন তখন অন্য চোখ বিশ্রামে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই যে চোখের জোর বেশি থাকে সেই চোখ দিয়েই রোগী তার সমস্ত কাজকর্ম করেন অন্য চোখটি অলস ভাবে অন্য দিকে তাকিয়ে থাকে। 
এক চোখ দিয়ে কখনোই ত্রিমাত্রিক ছবি দেখা যায় না। থ্রি ডায়মেনশনাল এনভায়রনমেন্টে আমরা বাস করি। উঁচু-নিচু বুঝতে গভীরতা বুঝতে 'থ্রিডি' ভিশন দরকার হয়। তাই যারা সূক্ষ্ম কাজ করবেন বিশেষ করে সার্জারি অথবা কারিগরি তাদের দুই চোখেই সমানতালে দেখতে পাওয়া খুবই জরুরী। 
চোখ ট্যারা হওয়ার কারণ খুবই রহস্যময়। এক চোখে কম দেখার কারণে ও চোখ টেরা হতে পারে আবার ট্যারা  হওয়ার কারনেও চোখে কম দেখা যেতে পারে। ট্যারা চোখ জন্মগতভাবে হতে পারে, পরবর্তীতে আঘাত অথবা কোন নার্ভ প্যারালাইসিস হয়েও হতে পারে। দীর্ঘদিনের ডায়াবেটিস স্ট্রোক  কিংবা ব্রেনের টিউমার থেকেও চোখ ট্যারা হতে পারে। 
বাঁকা বা ট্যারা চোখকে লক্ষ্মীট্যারা বলে আহ্লাদ করার কিছু নেই। সন্দেহ হওয়া মাত্রই চিকিৎসকের পরামর্শ নিন।দৃষ্টিশক্তি পরিপক্কতা লাভ করার আগেই  চিকিৎসা করা দরকার। সেই বয়সটা হলো ছয় থেকে আট বছর। প্রয়োজন হলে এর আগেও চিকিৎসা করা যেতে পারে অথবা দেরি করেও করা যেতে পারে। নির্ভর করছে তার দৃষ্টিশক্তির মূল্যায়নের উপর। 
ছোটদের চোখে তাই ট্যারার কোন লক্ষণ দেখা দিলে সাথে সাথে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। সবচেয়ে ভালো হয় যদি শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন। এটি একটি সাব-স্পেশালিটি বিষয়। ছোটদের ক্ষেত্রে কখনো শুধু সাধারণ চশমা দিয়ে, অথবা বিশেষ ধরনের চশমা দিয়ে চিকিৎসা হতে পারে। ক্ষেত্রবিশেষে অপারেশনের দরকার হয়।  চিকিৎসার সঠিক সময় নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় । সঠিক সময়টি পার করে ফেললে পরবর্তীতে চিকিৎসা করে তেমন লাভ হয় না। তাই খেয়াল রাখবেন আপনার শিশু বড় হয়ে যেন চিকিৎসায় গাফিলতের জন্য আপনাকেই দায়ী করে না বসে। 
আর বড়দের ক্ষেত্রে রোগের কারণ এবং তার জীবনযাত্রার বা কাজের ধরনের উপরে নির্ভর করে চিকিৎসা করা হয়ে থাকে। 

'ভিশন আই হসপিটাল - চোখের ভাষা বোঝে' 
𝐕𝐢𝐬𝐢𝐨𝐧 𝐄𝐲𝐞 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥
📞 𝐀𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐦𝐞𝐧𝐭&&☎️𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞:09610244123. 

পেইজ লিঙ্ক : https://www.facebook.com/veh.bd?mibextid=ZbWKwL 

ইনস্টাগ্রাম লিঙ্ক : https://instagram.com/visioneyebd?igshid=M2RkZGJiMzhjOQ== 

টুইটার লিঙ্ক : https://x.com/visioneyebd?t=iE5DcJ0P303brHPvtMMqMw&s=09 

ওয়েবসাইট লিঙ্ক : https://visioneyebd.org/?gclid=CjwKCAiAx_GqBhBQEiwAlDNAZgPmHS8YgY6L7gbMdSjvI6mm8u0wS2LXjFOVK27UcWlJdHgRfS9FShoCNDgQAvD_BwE 

www.visioneyebd.org
https://twitter.com/visioneyebd 
infovisioneyebd@gmail.com 
#eyes #eyehealth #eyetips #eyehospital #visioneyehospital #eyecaretips #eyeproblem #eyesolution #healthyeyes #eyedoctor #eyespecialist #eyesurgeon #eyesurgery #eyetreatmentserummsglow #eyetreatment #glaucomaspecialist #retinaspecialist #CorneaSpeciali

About Author

Dr. Md. Abid Akbar. 

Oculoplasty, Laser DCR, Squint  Specialist & Phaco Surgeon. 

Comments

Leave Comment

//